বাংলাদেশের লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তিস্তা নদীর দ্বারা দ্বিখন্ডিত ,উত্তরে হারাটি ইউ পি,পূর্ব ঐতিহ্যবাহী অঞ্চল গুকুন্ড ইউনিয়ন পরিষদ,পশ্চিমে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ অবস্থিত।সদর উপজেলার সদর হইতে প্রায় ১৪কিঃমিঃ দক্ষিন দিকে এই রাজপুর ইউনিয়নটি অবস্থিত।অত্র ইউনিয়নের দক্ষিনে-নাজিরদহ , । কাল পরিক্রমায় আজ রাজপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৭নং রাজপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৬.০০ বর্গ কিঃ মিঃ (প্রায়)
গ) লোকসংখ্যা – ২৩.৬৯০ জন (প্রায়) (২০১৩ সালের জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৫ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ১৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০১টি,নিম্ন মাধ্যমিক বিধ্যালয় -২টি
মাদ্রাসা- ০১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মোফাজ্জল হোসেন মোফা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-নাই ।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৭৩ইং
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –১৮/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ –২০/০৮/২০১১ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
খলাইঘাট ,পারুলিয়া ,তালুক কাউনিয়া ,চিনাতুলী ,কিং চিনাতুলী
চাংড়া ,সরঞ্জমী খলাইঘাট ,রাজপুর ,তাজপুর ,মধুরাম,ভুতনাথ ,আরজি চিনাতুলী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) উদ্যোক্তা ০২জন।
ত) মোট খানার সংখ্যা=৪২২০টি
১) খলাইঘাট=৬৬৪টি
২। চংড়া=৭৮৫টি
৩। চিনাতুলী=৪২০টি
৪। তাজপুর=৩৩৭টি
৫। রাজপুর=১৫৯টি
৬। রাজপুর=৪৬৮টি
৭। রাজপু=৪২১টি
৮। রাজপুর=৭২০টি
৯। মধুরাম=৪১৬টি
থ) অতি দরীদ্র পরিবারের সংখ্যা = ২৫০০ টি
দ) এনজিও এর সাথে জড়িত পরিবারের সংখ্যা = ২৫৫৫টি পরিবার
ধ) ইউনিয়নে মোট টিউব ওয়েল এর সংখ্যা = ৪০১১টি
১) গোড়া পাকা = ১০০টি
২। গোড়া কাচা = ৩৯৫০টি
৩। গোড়া ভাঙ্গা = ২০টি
ন) ইউনিয়নে ল্যাট্রিন এর তথ্যাদিঃ
১। একক পরিবারের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন = ৩৫০০টি
২। যৌথ পরিবারের স্বাস্থ্যসম্সমত ল্যাট্রিন = ২৫০টি
৩। একক পরিবারের অস্বাস্থ্যকর ল্যাট্রিন =২০০০ টি
৪। যৌথ পরিবারের অস্বাস্থ্যকর ল্যাট্রিন = ৫০০টি
৫।ল্যাট্রিন বিহীন পরিবারের সংখ্যা = ২৫০০টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস